হাতুড়ি আঘাতে মৃত্যু এক ব্যক্তির, চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের ছোট দমহনি সরকার পাড়া এলাকায় । রবিবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ ঘটনাটি ঘটে । জানা যায় ,৪৪ বছর বয়সের লক্ষীকান্ত রায়ের মাথায় হাতুড়ির আঘাতে রক্তাক্ত ও গুরুতর জখম করে মৃত লক্ষীকান্ত রায়ের সৎ ভাই ও দুই ভাস্তা মিলে।
পরবর্তীতে পরিবারের লোকজন ছুটে এসে অজ্ঞাত লক্ষীকান্ত রায় কে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে।

ঘটনা সূত্রে জানা যায়, মৃত লক্ষীকান্ত রায়ের সৎ মায়ের ভাই দিগেন রায় ও দুই ভাস্তা প্রণব রায় এবং সঞ্জিত রায় মিলে মৃত লক্ষীকান্ত রায়ের সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি খুনা-খুনিতে রূপান্তরিত হয়।
মৃত লক্ষীকান্ত রায়ের স্ত্রী নমিতা রায়ের অভিযোগ, বহুদিন থেকেই আমার স্বামীর সঙ্গে আমার স্বামীর সৎ মায়ের ভাই দিগেন রায়ের পরিবারের সঙ্গে রেষারেষি।
তিনি আরো জানিয়েছেন দিগেন রায় ও তার দুই পুত্র প্রণব রায় এবং সঞ্জীত রায় মিলে হাতুড়ি দিয়ে আমার স্বামীকে আঘাত করে খুন করেছে।
সেই সঙ্গে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে দিগেন রায় ও তার পরিবারের সদস্যরা পলাতক।