ময়নাগুড়ি শহর জুড়ে শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করলেন নারী শক্তি সংঘের সদস্যরা। রাজবংশী ঐতিহ্যবাহী পাটানি সাজে শতাধিক মহিলা অংশ নেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। বৈরাতি নৃত্যের ছন্দে ছন্দে দেবী প্রতিমাকে পূজামণ্ডপে নিয়ে আসা হয়।
চার বছর ধরে ময়নাগুড়ি লাগোয়া ছোট ভান্ডানিতে রাজবংশী নিয়মনীতি মেনে দুর্গোৎসব আয়োজন করে আসছে নারী শক্তি সংঘ। রাজবংশী ট্রেডিশনাল ড্রেস পাটানির সাজে মা দূর্গা যেমন সেজে উঠে, পাশাপাশি প্যান্ডেলও রাজবংশী সমাজের কারুকার্যও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শনিবার নতুন বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রা সুপার মার্কেট হয়ে ছোট ভান্ডানি এলাকায় পৌঁছয়। অনুষ্ঠান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ নিজে।
