আলিপুরদুয়ার গামী সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বন্ধ চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা । শ্রমিকদের সাথে সড়কে বসে অবরোধে সামিল হন বিজেপি বিধায়ক বিশাল লামা। ২০ শতাংশ বোনাস প্রদানের দাবিতে পথ অবরোধ করেছে শ্রমিকরা।

পুজোর সময় শুক্রবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় চিঞ্চুলা চা বাগান, সমস্যায় বাগানের ১৩৪৭ শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় বোনাস না দিয়ে বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। মাথায় হাত শ্রমিকদের। পুজোর সময় দিশেহারা হয়ে পড়েছে শ্রমিকরা। এদিন সকালে শ্রমিকরা বাগানে ফ্যাক্টরি সামনে জমায়েত হয়। শ্রম দফতরের থেকে শনিবার বৈঠক ডাকা হয়েছে। শ্রমিকরা আলিপুরদুয়ার বৈঠক উদ্দেশ্যে রওনা দেয়। শ্রমিকরা জানান বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় বর্তমানে তারা দিশেহারা, ভেবে কূল কিনারা পাচ্ছিনা কি হবে।