মহকুমার লোভে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ধূপগুড়ি বিধানসভাতে জয়ী করেছিল।
কিন্ত মহকুমা হয়ে কাজের কাজ কিছু হয়নি।লোকসভা ভোটে সব পাল্টে গিয়েছে।মানুষ আর ভুল করবে না।ললিপপকে ছুড়ে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর পক্ষে থাকবে।পাশাপাশি রাজ্য সরকার পুর ভোট করাতে ভয় পাচ্ছে হেরে যাওয়ার ভয়ে,সেই কারণে ভোট হচ্ছে না।আগামী বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে বিজেপি জিতবে।বৃহস্পতিবার কোচবিহার থেকে শিলিগুড়ি ফেরার পথে ধূপগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

জানা যায় এদিন কোচবিহারে দুর্গাপুজোর উদ্ধোধনে গিয়েছিলেন মন্ত্রী।এরপর ফেরার পথে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তাপসী রায়ের বাড়িতে সৌজন্য মূলক সাক্ষাৎ করতে তার বাড়িতে আসেন।সেখানে তার সাথে দলীয় নেতৃত্ববৃন্দ সাক্ষাৎ করেন।সুকান্ত মজুমদার তাপসী রায়ের বাড়িতে নৈশভোজ সেরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।এদিন মন্ত্রী ধূপগুড়ি পুরসভা ভোট সহ বিধানসভা ভোট নিয়ে একাধিক মন্তব্য করেন।পাশাপাশি দুর্গাপুজোতে রাজ্য সরকারের অনুদান দেওয়াকে তীব্র কটাক্ষ করেন।