এক টোটো চালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল চাঁচল থানার মালতিপুর পঞ্চায়েতের গঙ্গাদেবী গ্রামে। অভিযোগ, দিনের আলোয় নৃশংসভাবে সেই টোটো চালককে খুন করা হয়। মৃত টোটো চালকের নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজু (৪০)। রতুয়া থানার সামসি পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে তার বাড়ি। তার বাবা মুহাম্মদ মঈনুদ্দিন জানান, ছেলে বিকাল তিনটার সময় মাখনা তোলার শ্রমিকদের আনতে চাঁচলের গঙ্গা দেবী গ্রামে গিয়েছিল। তার ঘন্টা খানেক পরে জানতে পারি, তাকে বারংবার হাঁসুয়ার কোপ দিয়ে খুন করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। তাকে সামসি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী লুৎফা বিবি জানান, তিনটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার স্বামী। গ্রামের এক নিরীহ ছেলেকে খুন করায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরাও। খুনিদের গ্রেপ্তার করে তাদের চরম শাস্তির দাবি করেছেন তারা। চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানান, এই খুনের ঘটনায় সেলিম আক্তার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেলিমের বাড়ি চাঁচল থানার গঙ্গা দেবী এলাকায়। সে একজন পরিযায়ী শ্রমিক। তিনদিন আগে সে বাড়ি ফিরেছে। স্থানীয়রা জানান, সেলিম মাঠে ঘাস কাটতে গিয়েছিল। আবদুর রাজ্জাক সেলিমের সঙ্গে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করার দরুন কিছু টাকা পেতো। সেই টাকা চাইতেই সেলিম ক্ষিপ্ত হয়ে তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে।