মহিলা চা শ্রমিকের খুনের ঘটনায় বুধবার পূননির্মাণ করলো চোপড়া থানার পুলিশ। উল্লেখ্য গত শনিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের লছুগছ এলাকায় একটি চা বাগান থেকে এক মহিলা চা শ্রমিকের হাত বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। চোপড়া থানার পুলিস দেহ উদ্ধারের ঘটনায় শনিবারই খুনের অভিযোগে মহিলার ভাগ্নিজামাই অমিত মুন্ডাকে গ্রেপ্তার করে।

রবিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এদিন চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে চোপড়া পুলিশের একটি টিম অভিযুক্তকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়ে ঘটনার পূর্ণ নির্মাণ করে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।