শীতলকুচি মাথাভাঙ্গা রাজ্য সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ বছরের যুবক প্রাণকৃষ্ণ বর্মন। দিদির বাড়ি থেকে ফেরার পথে শীতলকুচি এলআইসি অফিসের সামনে মোটরবাইকের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইক চালক গুরুতর জখম হয়ে শীতলকুচি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন হাসপাতালে ভিড় জমায় এবং কান্নায় ভেঙে পড়েন। পুলিশ তদন্ত শুরু করেছে।