পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও বেতন ও বোনাস না মেলায় মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়লেন রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন তারা পৌরসভার গেট এ বসিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ করেন মাসের পর মাস বেতন আটকে থাকার পাশাপাশি পুজোর আগে বোনাসও দেওয়া হয়নি,বিভিন্ন ঘর গুলোতে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হন।

তাদের দাবি, যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। অস্থায়ী কর্মীদের অভিযোগ,শুধু মাত্র মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের,যেখানে পৌরপতি নিজেই তাদের জানিয়েছিলেন জুলাই মাসের বেতন দেওয়া হবে ,কিন্তু এদিন তারা জানতে পারেন পৌরসভার কাছে কোন ফান্ড নেই তাই তাদেরকে বেতন দেওয়া সম্ভব হবে না। এরপরই প্রায় ৩০০ থেকে ৩৫০ অস্থায়ী কর্মী পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বেতন দেওয়া হবে ততক্ষণ তারাই আন্দোলন চালিয়ে যাবেন।