দার্জিলিংয়ের চৌরাস্তা দুর্গাপুজো পাহাড়ের উৎসবে আট বছরের আলোকছটা। সমতলের পাশাপাশি এবার পাহাড়েও বইছে উৎসবের হাওয়া। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা এখন প্রস্তুত দুর্গোৎসবের জন্য। বিগত আট বছর ধরে চৌরাস্তা দুর্গাপূজা কমিটি এন্ড চ্যারিটেবল ট্রাস্ট আয়োজন করে আসছে এই পুজো, যা ধীরে ধীরে পাহাড়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
পর্যটকদের কাছে চৌরাস্তা বরাবরই জনপ্রিয় স্থান। পূজোর সময় দেশি–বিদেশি ভ্রমণকারীর ভিড় এখানে বেড়ে যায় বহুগুণ। হাতে গোনা কয়েকটি দুর্গাপুজোর মধ্যে এই আয়োজন বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও।

পুজো কমিটি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর মালা এবং ২২ সেপ্টেম্বর ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে পূজা। চলবে ১ অক্টোবর পর্যন্ত, আর ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাতটায় হবে বিশেষ আরতি, যেখানে সমান আগ্রহে যোগ দেন বাঙালি ও অবাঙালি দর্শনার্থীরা। পাশাপাশি প্রতিদিনের ভোগ ও ভাণ্ডারার আয়োজনও থাকছে।
এবারের পূজোর মূল আকর্ষণ থিম হলেও উদ্যোক্তারা তা গোপনই রেখেছেন। পূজার দিনেই দর্শনার্থীদের জন্য থাকছে চমক। সেই সঙ্গে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। পাহাড়ি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, যা পর্যটকদের কাছে বিশেষ টান তৈরি করবে।
চৌরাস্তা দুর্গাপুজো কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং আলোকসজ্জা, থিম ও সাংস্কৃতিক আবহকে ঘিরে এটি এখন পাহাড়ের বৃহত্তম সামাজিক উৎসব। আট বছরের ধারাবাহিক আয়োজন দার্জিলিংয়ের পুজোকে এনে দিয়েছে এক নতুন মাত্রা—যেখানে উৎসব, সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে পাহাড়ের অনন্য শারদোৎসবের চিত্র।