আলিপুরদুয়ারের চাপরের পাড় এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও কাফ সিরাপ উদ্ধার করল আলিপুরদুয়ার পুলিশ, গ্রেফতার অবসরপ্রাপ্ত RPF কর্মীর ছেলে।
শনিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক চাপড়ের পাড়, ধারেয়া হাট রোড এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা পুলিশের স্পেশাল স্কোয়াড টিম এবং আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে অনুপম রায় ওরফে মনোজ নামে এক যুবককে আটক করে পুলিশ।

তার কাছ থেকে ১০০ গ্রামের বেশি পরিমাণ ব্রাউন সুগার ও বেশবকয়েক বোতল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত অনুপম রায় কে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে অভিযুক্ত অনুপম রায় গতকাল মালদা থেকে বাজেয়াপ্ত ব্রাউনসুগার গুলি বিক্রির উদ্যেশে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়। শনিবার দুপুরে বাড়ি পৌঁছতেই তার বাড়িতে হানা দেয় পুলিশ। জানাগেছে অভিযুক্ত অনুপম রায়’র বাবা মানিক রায় রেলের আরপিএফ আধিকারিক ছিলেন। বছর দুয়েক আগে অসুস্থ হয়ে চিকিৎসা চলা কালীন তার মৃত্যু হয়। অভিযোগ এর পর থেকেই অভিযুক্ত যুবক অনুপম রায় দেশে জাতীয় দ্রব্য কেনা বেচা সঙ্গে জড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুপম রায় ও এলাকায় বেসবকিছু যুবক ব্রাউন সুগার কেনা বেচার ব্যবসা লিপ্ত রয়েছে। পুলিশ আগামীকাল অভিযুক্ত অনুপম রায় কে আলিপুরদুয়ার আদালতে পেশ করতে চলেছে। অনুপম রায়ের সঙ্গে আরো কেউ এই ব্যবসায় লিপ্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।