দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করল ময়নাগুড়ি থানার ট্রাফিক ও হাইওয়ে ট্রাফিক পুলিশ। গ্রেফতার ২
ময়নাগুড়ি ট্রাফিক ও হাইওয়ের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানা যায় শুক্রবার গভীর রাতে মালবাজারের দিক থেকে আসা একটি ওভার লোডিং পাথর বোঝাই ডাম্পার ময়নাগুড়ি ওভার ব্রিজ সংলগ ্ন এলাকা থেকে আটক করে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ সেইসঙ্গে হরিশ রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে আরোও একটি পাথর বোঝাই ওভার লোডিং ডাম্পার মালবাজারের দিক থেকে চ্যাংড়াবান্ধার দিকে যাচ্ছিল, ওই সময়েই ময়নাগুড়ি ইন্দ্রামোর এলাকায় ময়নাগুড়ি থানার হাইওয়ে ট্রাফিক পুলিশ গাড়িটি কি আটক করে ও এমডি মকসুদুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সূত্র মারফত জানা যায় একটি ডাম্পার গাড়ির কাগজপত্রের গোলযোগ রয়েছে।
এদিকে ময়নাগুড়ি ট্রাফিক o c অতুল চন্দ্র দাস ও হাইওয়ে ট্রাফিক o c স্বপন বর্মন জানিয়েছেন আমাদের এই ধরনের অভিযান লাগাতার চলবে।