প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোয় বিদেশে পাড়ি দিচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঢাকিরা। তাঁরা জানাচ্ছেন, পুজোর ক’টা দিন বেশি রোজগারের আশায় বিদেশে ঢাক বাজাতে গেলেও এর জন্য বাড়িতে ছোট ছোট সন্তান ও পরিবারকে ফেলে যেতে হচ্ছে।
ঢাকিদের দাবি, সরকার যেখানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে, সেখানে ঢাকিদের জন্য আজও কোনও সরকারি ভাতা নেই। তাই বাধ্য হয়েই প্রতিবছর পরিবার ছেড়ে বিদেশে ঢাক বাজাতে যেতে হয় তাঁদের।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে তারা শুধু পুজোর সময় কাজ পায়।

সরকার যদি তাদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করত, তাহলে বিদেশে গিয়ে পরিবার ছেড়ে রোজগারের জন্য ঢাক বাজাতে যেতে হত না।
অন্য একজন ঢাকি জানান যে কেন্দ্র বা রাজ্য সরকার ঢাকিদের কথা ভাবে না। অন্যদের মত তারাও যদি ভাতার সুযোগ পেত, তাহলে পরিবারকে ছেড়ে বাইরে যেতে হতো না।
স্থানীয় সাংস্কৃতিক মহলের মতে, ঢাকিরা শুধু দুর্গাপুজোয় নয়, বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অথচ তাঁদের জীবিকা এখনও অনিশ্চিত। ফলে উৎসবের আনন্দে সুর তুললেও ঢাকিদের জীবনজুড়ে থেকে যাচ্ছে অনিশ্চয়তা ও ক্ষোভের সুর।