ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকার চন্ডিয়ার বাড়ি এলাকায় শুকরের খাটালের দুর্গন্ধে ও মশা, মাছির উপদ্রপে নাজেহাল এলাকা বাসী।
এলাকার মানুষের অভিযোগ, চান্ডিয়ার বাড়ি এলাকায় ঘনজনবসতি স্থানে বিদ্যুর সরকার এবং উত্তর মৌয়ামারীর নিবাসী মন সরকার যৌথ ভাবে বহুদিন যাবত অবৈধ ভাবে একটি শুকরের খাটাল চালাচ্ছিল, সেই খাটালের দুর্গন্ধে ও মশা মাছের উপদ্রবে এলাকার মানুষ সুস্থভাবে বসবাস করতে পারছে না ও খাওয়া দাওয়া করতে সমস্যা হচ্ছে। তাই এদিন ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করলেন এলাকার মানুষ।
