সহস্রধারা বেশ কয়েকটি স্থানে মেঘ ফেটে নদী ও জলধারা ফুলে উঠেছে, যার ফলে জলস্তর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত রাত থেকে দেরাদুনে প্রবল বৃষ্টিপাতের ফলে সহস্রধারা নদী প্লাবিত হয়। ধ্বংসাবশেষ মূল বাজারে ঢুকে পড়ে, যার ফলে হোটেল ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় । সিমলার হিমল্যান্ডে একটি বিশাল ভূমিধসে বেশ কয়েকটি যানবাহন আটকে পরে এবং রাস্তা বন্ধ হয়ে যায় , ফলে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় ।
