সোমবার বেলা বারোটা নাগাদ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের জিয়াখুড়ি এলাকায় উপস্থিত হন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক,চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মন্ডল, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন সহ চোপড়া ব্লকের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব, চোপড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিজেপিকে একহাতে নিয়ে কটাক্ষ করেন, তিনি বলেন যে রাজ্যে বিজেপির অবস্থান ধীরে ধীরে শূন্যের দিকে এগোচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আরো একবার প্রমাণ করে দেবে।
