গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের কাছে খবর আসে হিমালয় কন্যা আবাসন সংলগ্ন সর্বপল্লী এলাকায় জনা দশেক দুষ্কৃতী অপরাধমূলক কাজের ছক করছে। এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ অভিযানের আঁচ পেয়ে বেশকয়েক জন পালিয়ে যেতে সক্ষম হলেও পাঁচজনকে ধরতে সক্ষম হয় ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় অপরাধ মূলক কাজ সংগঠিত করার নানান যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র। ধৃত দের নাম আলমগীর শেখ মন্ডল, রোহিত সেবা, নিরঞ্জন মন্ডল, রাহুল মন্ডল এবং রাজেশ দাস। ধৃতদের আজ জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়।
