শিশুপুত্রকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন মা-বাবা। কিন্তু, সেরে ওঠা তো দূরের কথা, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। ওই পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মারা গিয়েছে তাদের ছেলে। ওই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কল্যাণী JNM হাসপাতালে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। শনিবার সকাল থেকেই কল্যাণী জে এন এম হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরবর্তীতে কল্যাণী থানার পুলিশ এসে গোটা ঘটনা নিয়ন্ত্রণ করে।
