বিভিন্ন দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন ইউনিয়নের সদস্যরা নিজেদের দাবিদাওয়া সম্মিলিত ডেপুটেশন তুলে দিতে উপস্থিত হলেন জেলা শাসকদপ্তরে। মূলত ৪ দফার দাবিতেই তাদের এই ডেপুটেশন কর্মসূচী বলে জানা গিয়েছে। ডেপুটেশনে দাবী করা হয় সেলস প্রোমোশন এমপ্লয়িজ অ্যাক্ট, ১৯৭৬ কার্যকর করা, নতুন চারটি শ্রম কোড বাতিল করা, সেলস প্রোমোশনকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া , চিকিৎসা প্রতিনিধিদের হাসপাতাল-প্রতিষ্ঠানে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা সহ অন্যান্য দাবিতে এদিনের কর্মসূচী বলে জানান সংগঠনের জেলা সম্পাদক অভিজিৎ গাঙ্গুলি। তিনি আরও বলেন “চিকিৎসা প্রতিনিধি কর্মীদের ন্যায্য দাবি রক্ষায় সরকারের অবিলম্বে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।”
