চার ঘণ্টার প্রচেষ্টায় কূয়ো থেকে উদ্ধার হল ষাঁড় গোরু। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট প্রধান নগর এলাকায় রতন দাসের বাড়ির কুয়োতে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ একটি ষাঁড় গোরু পড়ে যায়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা অনেক চেষ্টা করে ষাঁড় গোরুকে কুয়ো থেকে উদ্ধার করার জন্য কিন্ত বাসিন্দা দের সব চেষ্টা ব্যার্থ হয় পরবর্তীতে খবর দেওয়া হয় বীরপাড়া দমকল কেন্দ্রে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে শত চেষ্টা করে ষাঁড় গোরুকে বের করতে পারেনা পরবর্তীতে দমকল কর্মীরা জেসিবি নিয়ে আসে এবং জেসিবি দিয়ে ষাঁড় গোরুকে কুয়ো থেকে উদ্ধার করে।
