কোচবিহারে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে আর. এস. জে ব্রিজের কাজের শুভ সূচনা করলেন রোগীকল্যান সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।
কোচবিহারে ১ নং ব্লকের গুড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের কোচবিহার বিবেকানন্দ স্ট্রীট ভারতী সংঘ ও পাঠাগারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ১২ মিটার আর. এস. জে ব্রিজের কাজের শুভ সূচনা করলেন রোগীকল্যান সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। জানা যায় প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই ব্রীজ । একই সাথে সতীর্থ সংঘ ও পাঠাগারে হাই মাস্ট সোলার লাইটের কাজের সূচনা হয় এদিন ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহা, সায়নদ্বীপ গোস্বামি সহ অন্যান্যরা। এই বিষয়ে অভিজিৎ দে ভৌমিক জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রায় ৬ কোটি টাকা কাজের সূচনা করেন। আমরা স্থানীয়ভাবে প্রত্যেকটি কাজকেই শুভ সূচনা করছি যেহেতু তিনি শিলান্যাস করেছেন। এদিন এই কাজের শুভ সূচনা হলো মঙ্গলবার ।
স্থানীয় বাসিন্দা সায়নদ্বীপ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহায়তায় এদিন বিবেকানন্দ স্ট্রীট ও গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী একটি ব্রীজের শুভ সূচনা করা হলো পাশাপাশি সতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় একটি সোলার হাই মাস্ট লাইটের কাজের শুভ সুচনা করা হলো।