এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল মাদারিহাট থানার পুলিশ। বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন।
সোমবার মাদারিহাট থানায় একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন থানার পুলিশ আধিকারিকরা ও স্থানীয় মানুষজন। বৈঠকের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সাহায্যে এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছে। যারা তাদের মোবাইল হারিয়েছিলেন, তারা ফোন হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদারিহাট থানার প্রতি।
থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে এবং সাধারণ মানুষের সহযোগিতায় আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে।
এই উদ্যোগে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে বলে মত স্থানীয়দের।