তিনটি রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো কোচবিহার শীতলকুচি ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে ১কোটি ৩ লক্ষ ৫৩হাজার টাকা ব্যয়ে কোচবিহার জেলা শীতলকুচি ব্লকের ভাঐরথানা অঞ্চলের নির্মীয়মান ২৬৮৫ মিটার রাস্তা নির্মাণের কাজে সূচনা করা হলো শুক্রবার।

ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন, ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রদ্ধা প্রামানিক, উপপ্রধান পরীক্ষিত বর্মন, তৃণমূল কংগ্রেসের ভাঐরথানা অঞ্চল সভাপতি চন্দন প্রামানিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নারকেল ফাটিয়ে ফিতা কেটে ওই রাস্তার কাজে শুভ সূচনা করা হলো। অতি দ্রুত এই কাজ সুসম্পন্ন হবে বলে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।