আসন্ন একুশে জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভার মঞ্চ থেকেই বিরোধী শিবিরে ভাঙন ধরালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সী। মালদা জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা এবং যোগদান সভার আয়োজন করা হয়েছিল। উক্ত প্রস্তুতি সভা ও যোগদান সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সদস্য শামসুল হক, পূর্ত কর্মদক্ষ নইনুদ্দিন, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মিঠু শেখ সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিন একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল তার মাঝেই এই যোগদান কর্মসূচি বলে জানা যায়। প্রায় ৩০০ জন কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। তৃণমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তার পাশাপাশি তাদের বরণ করা হয় বরণ করেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। কংগ্রেস ও সিপিএম ছেড়ে আসা যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছে না এবং জনসাধারণের জন্য যে কাজ করবে সেই কাজও তারা করতে পারছে না তাই আসন্ন শহীদ দিবসের আগে জেলা সভাপতি হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানান সিপিএম যারা করে কংগ্রেস যারা করে তারা বুঝতে পেরেছে সিপিএমকে ভোট দেওয়া কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করে একটা উত্তরপ্রদেশ একটা গুজরাট তৈরি করা। তাই সেটাকে অনুধাবন করে তারা আজকে আমাদের দলে যুক্ত হয়েছেন ৩০০ জন সিপিএম এবং কংগ্রেস কর্মী তার মধ্যে সিপিএমের এক সময় দাপুটে নেতা রেনু কমিশন তার দলবল নিয়ে যুক্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বিজেপির এই যে বিভেদের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। যারা আজ যোগদান করলেন তাদেরকে একসাথে নিয়ে চলবো তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের দলে যোগদান করেছেন বিজেপিকে একমাত্র ক্ষমতাচ্যুত করতে পারে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাদেরকে সাথে করে নিয়ে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন তাদেরকে সাথে রাখবো এবং তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবো।