ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই ‘উত্তরকন্যা চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের নানা দাবি-দাওয়া নিয়ে এই অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সচিবালয় ‘উত্তরকন্যা’র উদ্দেশে মিছিল করে স্মারকলিপি দেওয়া হবে।
সূত্রের খবর, এই অভিযানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখনও পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি। বিজেপির শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, “একুশে জুলাই তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে শহীদ দিবস পালন করে আসছে। সেই দিনেই বিজেপির এই কর্মসূচি আসলে শহীদদের স্মরণ অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই করা হয়েছে।”
এ বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর জানান, “আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই অভিযান অনুমোদন পায় কিনা, নাকি রাজনৈতিক উত্তাপ আরও চড়তে থাকে শহরজুড়ে।