এশিয়ান হাইওয়ে-৪৮ এর পার্কিং জোনে পুলিশের অভিযানে উদ্ধার ১৫০০ লিটার অবৈধ তেল।
শুক্রবার বিকেলে ধূপগুড়ি মহকুমা পূলিশ আধিকারিক গেইলচান লেপচার নেতৃত্বে চলে বিশেষ অভিযান।এদিন সাকোয়াঝোরা -১ গ্রাম পঞ্চায়েতের ধীরেন দোকান এলাকায় এশিয়ান হাইওয়ে-৪৮ এর বেশ কয়েকটি ধাবায় অভিযান চালিয়ে গোপন ডেরায় মজুত তেল বাজেয়াপ্ত করা হয়।পুলিশি অভিযানে উদ্ধার হয় প্রায় ১৫০০ লিটার অবৈধ তেল।

জানা যায় , দীর্ঘদিন ধরেই এশিয়ান হাইওয়ে ৪৮ এর বিভিন্ন পার্কিং জোনের তেলের রমরমা ব্যবসা করে আসছিল বেশ কয়েক জন যুবক। সুত্রের খবর,ভুটানে তেলের দাম কম থাকায় অবৈধ ভাবে ট্রিপার গুলিতে ভুটান থেকে আসতো এই তেল।এই অবৈধ তেল কিনে বড় ড্রামে ভরে মজুত করা হত গোপন ডেরায়।পরবর্তীতে রাতের অন্ধকারে সেগুলি অন্যত্র পাচার করা হত বলে অভিযোগ।
এদিন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক জানান গোপন খবরের ভিত্তিতে ধীরেন দোকান এলাকায় অভিযান চালিয়ে গোপন ডেরা থেকে প্রায় ১৫০০ লিটার অবৈধ তেল উদ্ধার করা হয়েছে।আগামিতেও অভিযান জারি থাকবে।