১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২, দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।শনিবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ধারাবাহিক জেলা পুলিশের পক্ষ থেকে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। কয়েকজন কয়েকদিন আগে কোতয়ালী থানার মাঘপালায়। গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানা এলাকায় ২৯ তারিখ অভিযান চালানো হয়। সেখান থেকে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া সূত্র ধরে জাকির হক নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তাদের কাজ থেকে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানান তিনি। জেলা পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে বলে জানান তিনি।
