মাথাভাঙ্গা -শিলিগুড়ি রাজ্য সড়কের কলেজ মোড় সংলগ্ন স্থানে একটি ট্রাক আটক করে ১০ কেজি ৭৬৮ গ্রাম গাঁজা সহ ট্রাক চালককে গ্রেপ্তার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা কলেজ সংলগ্ন স্থানে পুলিশ ট্রাকটিকে আটক করে এবং তাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি ৭৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করে। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ ।ধৃত ট্রাক চালকের নাম খোকন গোপ বাড়ি নিশিগঞ্জ এলাকায় । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, গোটা ঘটনা তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ।