ইসলামপুর সাইবার ক্রাইম পুলিশের তৎপরতায় পুজোর আগে চমকপ্রদ সফলতা, ইসলামপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে ইসলামপুর সাইবার থানায়, এবারে ইসলামপুর সাইবার ক্রাইম থানার উদ্যোগে বেশ কিছু হাড়িয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা গেছে, শনিবার বারোটা নাগাদ ডিএসপি ডি ই বি রাহুল বর্মনের উপস্থিতিতে মোট ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুজোর প্রাক মুহূর্তে হারানো মোবাইল ফেরত পাওয়ায় বেজায় খুশি হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকেরা। (DSP) d.e.b ডক্টর রাহুল বর্মন বলেন, এদিন প্রায় ৫০টি মোবাইল উদ্ধার করা হয়। সেই মোবাইলগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিন সকলকে সতর্ক ভাবে ব্যবহার করার পরামর্শ দেন।
মোবাইল প্রাপক Md Moiuddin পুলিশের এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি পুলিশকে অশেষ ধন্যবাদ জানান তিনি