সোমবার বিশেষ উদ্যোগে ৩১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বালুরঘাট থানা। মালিকদের হাতে ফোন তুলে দেন সদর ডিএসপি বিক্রম প্রসাদ, সঙ্গে ছিলেন থানার আইসি সুমন্ত বিশ্বাস। ফেরত পেয়ে খুশির অশ্রু ঝরল অনেকের চোখে। মোবাইল প্রাপকের কথায়, “নিজের জিনিস ফেরত পেয়ে পুলিশের উপর ভরসা আরও বেড়ে গেল।”
