হাতে সাদা পাউডার নিয়ে জোরপূর্বক আলিপুরদুয়ার শহরের এক বাড়িতে ঢোকার চেষ্টা দুষ্কৃতিদের। বৃহস্পতিবার সকালে এমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো আলিপুরদুয়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায়। জানাগেছে এদিন সকাল আনুমানিক ১০ টা নাগাদ আলিপুরদুয়ার সুকান্ত মঞ্চ ভবন সংলগ্ন একটি বাড়িতে পেছনের গেট দিয়ে দুই যুবক ঢুকে পড়ে।

তাদের হাতে ছিল সাদা পাউডার। বাড়ির মহিলাকে পিতলের বাসন পরিষ্কার করার কথা জানায়। মহিলা বাধা দিলে তাকে ধাক্কা মারে ঘরে ঢোকার চেষ্টা করে ওই অভিযুক্ত যুবকেরা। মহিলার চিৎকার শুনে লোক জড়ো হতে শুরু করল, অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলিপুরদুয়ার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশকর্মীরা। পুজোর আগে দিনে দুপুরে আলিপুরদুয়ার শহরের এক বাড়ি থেকে চুরির চেষ্টায় চাঞ্চল্য সমগ্র শহর জুড়ে।