জঙ্গল ঘেরা তোতাপাড়ার পুজোর সূচনা। হাতি আতঙ্ক নিয়েই পুজো আয়োজনে রিমা ওঁরাওরা।পুজোর উদ্বোধন সারলেন বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের ডি এফ ও বিকাশ ভি।ডুয়ার্সের মরাঘাট বনাঞ্চলের এক প্রান্তে তোতাপাড়া জঙ্গল।আর এই জঙ্গলেই ১৮ বছর আগে বনাধিকারিকের হাত ধরে পুজো শুরু হয়েছিল।সেই দিন থেকে এই বনবস্তির মানুষেরা পুজোর আনন্দের স্বাদ পেয়েছিল।তবে তোতাপাড়ার পুজোর আনন্দ শুধু দিনেই।রাত বাড়লেই বন্যপ্রানীর দখলে চলে যায় এই এলাকা।

জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া বিটের পাশেই অবস্থিত এই বস্তি।চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। বাইসন ,হাতি লেপার্ডের আক্রমণের ভয় রয়েছে। তাই বিকেলের পর বাইরে বের হওয়ার কোন উপায় নেই। কাজেই পুজোর সময় এই এলাকার কচিকাঁচারা কিভাবে পুজোর আনন্দ করবে। সে কথা ভেবেই ১৬ বছর আগে তৎকালীন জলপাইগুড়ির বন আধিকারিক কল্যাণ দাসের উদ্যোগে তোতাপাড়া বনবস্তিতে শুরু হয় দুর্গাপুজো। জঙ্গলের মাঝে পুজোর আয়োজন এই কারণে মা দুর্গা এখানে বনদুর্গা হিসেবে পূজিত হয়ে আসছেন। এই পূজোর বিশেষ গুরুত্ব হল পূজোতে বনাধিকারিকদের সক্রিয় অংশগ্রহন। এদিন আনুষ্ঠানিক ভাবে পুজোর উদ্বোধন হয়।উপস্থিত ছিল জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী।