হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ কলাবাগান ও সুপারি বাগান প্রায় তিন বিঘা জমির কলাবাগানে রীতিমতো তাণ্ডব চালালো বুনো হাতি সমস্ত কলা বাগান তছনছ করে দিল ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা মাথায় হাত কৃষকদের। বনদফতরের উপর ক্ষোভ উগড়ে দিল বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মঙ্গলাবাড়ি প্রধান নগর এলাকায়। আজ ভোর রাতে একটি জঙলি হাতি এলাকায় প্রবেশ করে। বুনো হাতি এলাকার বাসিন্দাদের কলা বাগান, সুপারি বাগান তছনছ করে দেয়। বাসিন্দারা জানান সব ফলতি গাছ ছিল। তারা জানান আমাদের অন্য কোনো কাজ নেই কৃষিকাজ করেই আমাদের জীবন নির্বাহ করি। হাতি এসে সব তছনছ করে দিয়েছে এখন আগামীতে কিভাবে চলবে এই ভেবে কূল কিনারা পাচ্ছেনা।
