হাওড়া ডোমজুড়ের বিধায়কের দপ্তর থেকে ফোন করে এক ঠিকাদারকে হুমকির অভিযোগ। অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী। বিধায়কর দফতর থেকে কোনো হুমকি নয় দাবি ডোমজুরের বিধায়ক কল্যান ঘোষের। বিধায়কের অভিযোগে গ্রেফতার চামড়াইল গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী শুভম দাস। গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। গঙ্গাসাগর এলাকার বাসিন্দা বিশ্বনাথ পোল্লে কে হুমকি। কারখানার কাজ ছাড়ার জন্য হুমকি। খুনের হুমকিও দেওয়া হয়।
