কসবা ল’কলেজের ঘটনায় বৃহস্পতিবার রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম যাতে বন্ধ রাখা হয়, সেই মর্মে নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেমতো
শুক্রবার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিটির অধীনে থাকা বক্সিরহাট মহাবিদ্যালয়ে লক্ষ্য করা গেল এমনী চিত্র। কলেজের বাইরে ঝুলছে টিএমসিপি ছাত্র পরিষদের পতাকা কিন্তু এদিন কলেজে ভেতরে গিয়ে দেখা গেল ইউনিয়ন রুম এর তালা বন্ধ।

প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। এরপর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। পর থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র-ছাত্রী দ্বারাই একটি কমিটি গঠন করে সেই ইউনিয়ন রুম খোলা হত। যদিও এ ব্যাপারে বক্সিরহাট মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃকাত্তিক সাহা বলেন,
এক মাস ধরেই কলেজের ইউনিয়ন রুম এর তালা বন্ধ রয়েছে। নির্বাচন না হওয়ার কারণে কলেজের ছাত্র-ছাত্রী দ্বারাই একটি কমিটি গঠন করে সেই রুম খোলা হত। কিন্তু হাইকোর্টের নির্দেশ শোনা মাত্রই আজ থেকে ফের ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে। আগামী দিনে হাইকোর্টের নির্দেশ মোতাবেক ইউনিয়ন রুম খোলা হবে বলে জানান তিনি।
তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিকী বলেন, বক্সিরহাট মহাবিদ্যালয় টিএমসিপি ছাত্রপরিষদের ইউনিটরুম বর্তমানে বন্ধ রয়েছে। আগামী দিনে ভোটের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদ বিপুল ভোটে জয়ী হয়ে ছাত্র ছাত্রীদের স্বার্থে ইউনিয়ন রুম খোলা হবে। তিনি আরো জানান,তুফানগঞ্জ-২ ব্লকের ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য কোনরকম ছাত্র পরিষদের সংগঠন নেই শুধু একটাই সংগঠন রয়েছে সেটা হল টিএমসিপি ছাত্র পরিষদ।