BSF এর বালাভুত ১৪ নম্বর ব্যাটেলিয়নের তরফে হর ঘর তিরঙ্গা উপলক্ষে আয়োজিত র্যালী। মঙ্গলবার বালাভুত বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে এই রেলিটি বেরিয়ে মধ্যবালাভুত বিএসএফ ক্যাম্পে গিয়ে শেষ হয়। বিএসএফ জওয়ানদের পাশাপাশি স্থানীয় মানুষরাও এই রেলিতে অংশগ্রহণ করে। এই রেলির মূল উদ্দেশ্য হলো ঘরে ঘরে ভারতের জাতীয় পতাকা পৌঁছে দেওয়া এবং দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত বীর সেনারা শহীদ হয়েছেন এবং যারা জীবনকে তুচ্ছ ভেবে মাতৃভূমির স্বাধীনতার লড়াইয়ে আত্ম বলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোই মূল লক্ষ্য। বিএসএফ জওয়ানদের পাশাপাশি অগণিত মানুষ এদিন এই রেলিতে অংশগ্রহণ করে। এছাড়াও ছোট ছোট পড়ুয়াদের সামনে জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরেন বিএসএফের ১৪ নম্বর ব্যাটেলিয়ানের এক আধিকারিক। ওই আধিকারিক আরো জানান আমরা প্রত্যেকেই ভারতীয় প্রত্যেকের মাঝে জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরা। আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস তার আগেই বিএসএফের 14 নম্বর ব্যাটেলিয়ানের তরফে এ কর্মসূচি করা হয়।
