ইউনিট টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই চটুল ভোজপুরি গান বাজিয়ে নাচ স্কুল পোষাকে ছাত্রীদের নয় ছাত্রদের সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল*
স্কুলের মধ্যেই স্কুলের পোশাক পড়ে উচ্চস্বরে চটুল ভোজপুরি গান বাজিয়ে কোমড় দুলিয়ে নাচ ছাত্রদের। যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থার মান।শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্য সরকার। স্কুলে নাই শিক্ষক তোপ বিজেপির। এরকম বিষয় হলে শিক্ষা দপ্তর খতিয়ে দেখবে দাবি জেলা তৃণমূলের।সাফাই দেওয়ার চেষ্টা প্রধান শিক্ষকের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলের ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই স্কুলের বেশ কয়েকজন ছাত্র বহুল প্রচারিত চটুল একটি ভোজপুরি গানে স্কুলের মধ্যেই নাচছে।সেই ভিডিও আবার তারা সামাজিক মাধ্যমে ছেড়েছে। যার পরেই ভিডিও ভাইরাল। প্রশ্ন উঠছে এই জিনিস শিক্ষাঙ্গনে হলে শিক্ষার মান কোথায় নেমেছে। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা কতটা দায়িত্বশীল। জানা গেছে ওই স্কুলে এই মুহূর্তে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে। তার মাঝেই ছাত্রদের এই কীর্তি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহন্মদ হোসেন দাবি এই ঘটনা কাম্য নয়। ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠানো হবে।
দক্ষিন মালদার সাধারন সম্পাদক গৌড় চন্দ্র মন্ডলের অভিযোগ রাজ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্কুলগুলোতে শিক্ষক নেই। পঠন পাঠনের মান তলানিতে। তার এটাই ফল। এই দোষ বাচ্চা বাচ্চা ছাত্রদের নয়।
যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের মুখপাত্র আশিষ কুন্ডু । তাদের মতে এই ধরনের কোন ঘটনা হলে সংশ্লিষ্ট প্রশাসন সেটা খতিয়ে দেখবে।