হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙ্গা মাছ বাজারে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করল হরিদেবপুর থানায় এলাকায় এলাকাবাসীর সূত্রে খবর গতকাল ডেটা থেকে দুটোর মধ্যে এই ঘটনা ঘটতে পারে এখনো পর্যন্ত এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি , বডির পাশে রক্তমাখা একটা পাথর পড়েছিল এই পাথর দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে এমনটাই মনে করছে তদন্তকারী অফিসাররা।
