হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল কোচবিহার জেলা ও দায়রা আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম পাঞ্চু ওঁরাও। শুক্রবার থেকে দুটি সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন কোচবিহার জেলা ও দায়রা জজ সোনালী নন্দী চক্রবর্তী।
জানা যায়, গত ২০২৩ সালের ২৫এপ্রিল এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে কোচবিহার ২নং ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গিমারি পাচুনির পাড় এলাকায়। এই এলাকার গৃহবধূ রায়মনি মুন্ডাকে ভালবাসতেন এই পাঞ্চু ওঁরাও। এদিন রাত দুটো নাগাদ এই রায়মনি মুন্ডার ঘরে অনধিকার প্রবেশ করে এই পাঞ্চু ওঁরাও। এই বিষয়টি টের পেয়ে যান ঘুমিয়ে থাকা রায়মনি মুন্ডার স্বামী কৃষ্ণা মুন্ডা। তিনি প্রতিবাদ করলে তার ওপর ধাঁরালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই পাঞ্চু ওঁরাও। এই সময় কৃষ্ণা মুন্ডার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে এখানেই প্রয়াত হন তিনি। এদিন রাতেই পুলিশ গ্রেপ্তার করে পাঞ্চু ওঁরাওকে।
আইনজীবী শিবেন্দ্রনাথ রায় এদিন বলেন, মোকদ্দমাটি কোচবিহার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল এদিন পাঞ্চু ওঁরাওকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে।
