আবার স্বরুপনগরের সীমান্তবর্তী সোনাই নদীতে পাওয়া গেল কুমিরের বাচ্চা,মৎস্যজীবীদের জালে উঠে এই কুমিরের বাচ্চা।জা নিয়ে রীতিমতো চাঞ্চল্য এলাকায় ।
সুন্দরবন থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার স্বরুপনগরে সোনাই নদী, যে নদীতে কোন জোয়ার ভাটা হয় না, বিগত কয়েকশো বছর আগে থেকে এই নদীতে কোন কুমির দেখা যায়নি, বা আজ পর্যন্ত কেউ এই নদীতে কুমির দেখেনি , কিন্তু হঠাৎ করে কুমিরের বাচ্চা কোথা থেকে এলো বা কি করে মৎস্যজীবীদের জালে পরপর দুদিন উঠল তা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। ।
