স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাতেই বেধড়ক মারধরের অভিযোগ স্ত্রী ও স্ত্রীর পরিবারের সদস্যদের নামে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা জল্পেশ মোড় এলাকায়।
জানা যায় ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুষ্কার ডাঙ্গা এলাকার এক যুবক মনোজ রায় করোনা কালে বিবাহ করে উত্তর মাধবডাঙ্গা জল্পেশ মোর এলাকার মৃত কলিন রায়ের কন্যা প্রতিমা রায় কে। বিবাহিত জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই স্ত্রীর ব্যবহারের মধ্যে অসংগতি লক্ষ্য করে স্বামী মনজয় রায়।
মনজয় রায়ের অভিযোগ আমার স্ত্রী দীর্ঘদিন থেকেই , দিবারাত্রি অন্য পুরুষদের সাথে ফোনআলাপ করতে থাকে ও আমার চোখের আড়ালে অন্যত্র পুরুষদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এ বিষয়টি আমি জানতে পেরে আমার স্ত্রী প্রতিমার কাছে তার অবৈধ সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করি ও বারং বার বারণ কোরি এবং এসব অবৈধ সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই। কিন্তু সে আমার কথায় কর্ণপাত না করে আমার একমাত্র পুত্র সন্তান কে সঙ্গে নিয়ে বাবার বাড়ি চলে যায়। আমার পুত্র সন্তানকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তাকে দেখার ইচ্ছে হলে আমি ৩১ জুলাই আমার স্ত্রী প্রতিমার বাবার বাড়িতে যাই, কিন্তু সেখানে আমি পৌঁছতেই আমাকে আমার স্ত্রীর বাড়ির লোক ও আমার স্ত্রী সকলে মিলে একত্রে জোরপূর্বক দড়ি দিয়ে একটি ঘরের পাকা খুটিতে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারধর করতে শুরু করে, ও রক্তপাত ঘটিয়ে আমায় গুরুতর যখম করে। পরবর্তীতে আমি আহত ও রক্তপাত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে যাই ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি বলে জানান।
অন্যদিকে প্রতিমা রায়ের বাবার বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করলে তারা এই ঘটনার কথা অস্বীকার করেন।
