শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পবিত্র পরিবেশ বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি স্বাস্থ্য ও জেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি এবং প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে শুক্রবার পরিচালিত হল বিশেষ অভিযান। জমিদারপাড়া এলাকার একটি স্কুল সংলগ্ন দোকানগুলিতে বৃহস্পতিবার হানা দেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। অভিযানে দেখা যায়, স্কুলের গেটের একেবারে সামনে বেশ কিছু দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সিগারেট, বিড়ি, গুটকা, খৈনি সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এধরনের দ্রব্য বিক্রি আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা তা অবলীলায় বিক্রি করছিলেন।

প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গেই ওই দোকানদারদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট আতাউর রহমান খান জানান, “এই অভিযান গত কয়েক বছর ধরে জেলা জুড়েই চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি তা লঙ্ঘন করেন, তাহলে স্পট ফাইন করা হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করলেও জরিমানা ধার্য করা হচ্ছে।”এই অভিযানের উদ্দেশ্য মূলত আগামী প্রজন্মকে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং জনসচেতনতা গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান যেন একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং উদাহরণমূলক পরিবেশ তৈরি করতে পারে, সেটাই প্রশাসনের মূল লক্ষ্য। উল্লেখ্য, এই অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর আরও একবার প্রমাণ করল, শিক্ষার পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে তারা সদা সজাগ।