সৌর বিদ্যুতের মাধ্যমে পাণীয় জল প্রকল্পের উদ্যোগ গ্রহণের প্রস্তাব গৃহীত হলো কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংএ। কোন ওয়ার্ডে যদি এই প্রকল্প করবার মত নির্দিষ্ট জায়গা থাকে তাহলে তা করা যেতে পারে। ইতিমধ্যেই কোচবিহার স্টেডিয়াম থেকে সোলার সিস্টেমের জল প্রকল্পের জন্য একটি লিখিত প্রস্তাব এসেছে। এখানে এই জল প্রকল্পের কাজ করা হবে। শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে রাজবাড়ির পেছনের রাস্তায় এই প্রকল্পের কাজ করা যেতে পারে। সোমবার কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ।

এদিন তিনি আরও জানান, শহর সাফাই নিকাশি নালা পরিষ্কার করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বোর্ড মিটিংএ। ইতিমধ্যেই শহরে বাংলার বাড়ি যোজনা প্রকল্পে ৬৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শহরের ১৬৬ জন উপভোক্তার ব্যাংক একাউন্টে আবাস নির্মাণের এই অর্থ পৌঁছে যাবে।
পৌর প্রধান এদিন বলেন কোচবিহার পৌরসভার বর্তমান পৌর বোর্ড চাইছে আগামী ২০২৭সালের মধ্যে কোচবিহার শহরের অলিগলি সমস্ত রাস্তা পেভার্স ব্লক দিয়ে নির্মাণ করে দেওয়া হবে। শহরের পানীয় জল পরিষেবার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসতে চলেছে বলে এদিন জানান তিনি।