
সোমবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ও সমাবেশ। ফুলবাড়িতে জোড় কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাইকোর্টের অনুমতি হাতে নিয়েই চলছে মঞ্চ বাধার কাজ। নারী সুরাক্ষা সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে এই অভিযান হলেও আদতে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরে দলকে চাঙ্গা করতেই বিজেপির এই কর্মসুচি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের পালটা জলপাইগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যা অভিযান গেরুয়া শিবিরের। যুব মোর্চার ডাকে কর্মসূচি হলেও প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকাল থেকে মঞ্চ বাধার কাজের তদারকি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রোনীল খাঁ।

যুব যুব মোর্চার এই কর্মসূচির জল আদালত অবধি গড়িয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অনুমতি না দিলেও শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযানের শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে আসে গেরুয়া শিবির। কোর্টের নির্দেশ মেনে ফুলবাড়ী ফুটবল মঞ্চ বাড়তে গেলেও স্থানীয়দের বাঁধার মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে। যদিও পড়ে পুলিশ প্রশাসন স্থানীয়দের সাথে কথা বলে হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ পিকেট বসিয়ে মঞ্চ বাধার কাজ শুরু হয়।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নারী সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরের এই কর্মসূচী হলেও নেপথ্যে রয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে তৃণমূলের দাপাদাপি হলেও উত্তরবঙ্গে সে অর্থে ঘাষ ফুল ফোটাতে পারেনি শাসকদল। তুলনামূলকভাবে উত্তরে অনেকটাই শক্তিশালী বিজেপি। বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই পরিস্থিতিতে এই কর্মসূচির মধ্য দিয়েই উত্তরের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।