জমির জল কাটাকে কেন্দ্র করে রণক্ষেত্র কুশমন্ডির গ্রাম — যুবকের ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ।
জমির সেচের জল কাটা নিয়ে বিরোধ চরমে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কান্থইল গ্রামে। জল কাটা নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, এক যুবকের ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক ও সেরাজুল রহমান নামে দুই ব্যক্তি জমির সেচের জল বেআইনিভাবে কেটে নেওয়ার চেষ্টা করলে প্রতিবাদ করেন পাশের জমির মালিক আজিকুল ও তার পরিবার। এ নিয়ে শুরু হয় উত্তপ্ত বচসা। অভিযোগ, বচসার মাঝেই রাজ্জাক ও তার সঙ্গীরা আচমকা হামলা চালায় আজিকুলের বাবার উপর। বাবাকে রক্ষা করতে গেলে রাজ্জাক, আজিকুলের ঠোঁটে কামড় বসিয়ে তা ছিঁড়ে নেয় বলে অভিযোগ।
তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকা অবস্থায় স্থানীয়রা আজিকুলকে উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর আহতের পরিবার কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই প্রসঙ্গে আজিকুলের পরিবারের এক সদস্য বলেন, “জমির জল কাটা নিয়ে প্রতিবাদ করায় আমাদের উপর চড়াও হয়। ওরা আমাদের শেষ করে দিতে চেয়েছিল। রাজ্জাক যা করেছে, তা কোনোভাবেই মানুষ হতে পারে না।”
ঘটনার জেরে গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।