পুজার বোনাস নিচ্ছেন মন্ত্রী মানস ভূঁইয়া তাই শুখা মরশুমে কাজ না করে বর্ষায় কাজ করছে বিস্ফোরক বিধায়ক সমর মুখার্জীর । মালদার রতুয়ার গঙ্গা-ভাঙন নিয়ে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে সরব দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়।মালদার রতুয়ার মহানন্দা টোলায় গঙ্গা ভাঙ্গন অব্যাহত। যেকোনো সময় গঙ্গায় মিশে যেতে পারে মহানন্দা টোলার গ্রাম পঞ্চায়েতের জিত্তুটোলা,নিশিকান্ত টোলা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে সরব রতুয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।স্থানীয় বাসিন্দারা জানান, নদী ভাঙনের জেরে তারা আতঙ্কিত। বর্তমানে তারা অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছেন। বর্ষাকালে বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যাবে না বলে জানান তারা।

বর্ষাকালেই ভাঙন রোধে কাজ করা হয় বলে অভিযোগ করেন তারা।
ভাঙ্গন মোকাবিলার কাজ নিয়ে রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়াকে একহাত নিয়েছেন তিনি।তিনি বলেন বারবার বলেছি বর্ষার মরশুমে এই কাজ না করে সুখা মরসুমে যাতে কাজ করা হয়।আসলে এই সময় কাজ করে মানুষ ভুঁইয়া পূজা বোনাস নিচ্ছেন।অর্থাৎ সামনে দুর্গা পুজো তার আগে যতটা রোজগার করা যায় এই কথাই বোঝাতে চেয়েছেন তিনি। সরাসরি নাম না করে কাটমানী নেওয়ার অভিযোগ বিধায়কের।
আর এনিয়ে কার্যত বিধায়ককে সমর্থন করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,সমর মুখোপাধ্যায় দীর্ঘদিনের বিধায়ক।ওই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছেন।এলাকার মানুষের ক্ষোভ যাতে তার ওপর না পড়ে আর সেই কারণে পিঠ বাঁচাতে কার্যত সত্যি কথা বলতে বাধ্য হচ্ছেন।তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্র সরকার গঙ্গা ভাঙ্গন রোধে টাকা দিতে চায়।বিহার সহ অন্যান্য রাজ্য সেই টাকা নেয়। পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা নেবে না। আর বরাদ্দকৃত অর্থ যা থাকবে তা লুটপাট করে নেবে। প্রতিবছর কিছু সরকারি মন্ত্রী স্থানীয় কিছু তৃণমূল নেতা আর সেচ দপ্তরের কিছু আধিকারিদের যোগসাজসে কিছু ঠিকাদারদের দিয়ে চলছে এই টাকা লুটের বছরের পর বছর একই কারবার। আর যার ফলে প্রতি বছর গৃহহীন হচ্ছে সাধারণ মানুষ।