আলিপুরদুয়ার জেলার সুভাষিনি চা বাগানের নদী লাইনে পলি মাটি পরিষ্কার করতে হাত লাগালো বিজেপি বিধায়ক বিশাল লামা সহ এলাকার বিজেপি নেতৃত্বরা। এই বিষয়ে উল্লেখ্য গত রবিবার তোর্ষা নদীর বাঁধ ভেঙ্গে সুভাষিনি এলাকা প্লাবিত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও। এলাকায় পলি মাটি জমে আছে। সেই সমস্ত কিছু পরিষ্কার করতে হাত লাগালো বিজেপি কর্মীরা।
