সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে কলকাতায় রওনা দিয়েছেন কর্মী তৃণমূল সমর্থকরা। আর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি একুশে জুলাই। তার আগে বসিরহাট মহাকুমার অর্থাৎ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি হাসনাবাদ স্বরুপনগর সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।ধামাখালি থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে নদীপথে তারপর বাসে করে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক তেমনি এক চিত্র দেখা গেল বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাড়োয়া ব্লকের উদ্যোগে বসিরহাট মহকুমার সম্পাদক তথা হাড়োয়া ব্লক সভাপতি সঞ্জীব কুমার মন্ডলের নেতৃত্বে হাড়োয়া ব্লকের রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মতলায় একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে সাতসকালে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে ।

পাশাপাশি বসিরহাট মহাকুমার অর্থাৎ সুন্দরবনের রায়মঙ্গল ছোট কলা গাছি দুলদুলি নদী পেরিয়েও সন্দেশখালি ধামাখালি হিমঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখাঁ সহ বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একুশে জুলাই সম্পর্কে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল যে মামলায় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় বিচারপতি নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত মিছিল সকাল আটটার মধ্যে কলকাতায় প্রবেশ করতে হবে তার পাশাপাশি সকাল ন’টা থেকে ১১ টার মধ্যে কলকাতার কোন প্রান্তে যেন যানজট না হয় এই মর্মে কলকাতা পুলিশকে একটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই নির্দেশকে মান্যতা দিয়ে বসিরহাট মহকুমা থেকে সাত সকালে একুশে জুলাই ধর্মতলায় সবাই যোগ দিতে দলে দলে হাজির হয়েছেন ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে। অর্থাৎ একুশে জুলাইয়ের উদ্দেশ্যে সুন্দরবন থেকে নদীপথে রওনা দিলো প্রত্যন্ত সুন্দরবনাঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজ বেলা একটায় ধর্মতলায় শহিদ মিনারে সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা রওনা দিতে শুরু করেছে। বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে দলীয় কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের সামসের নগর, যোগেশগঞ্জ, হেমনগর, সন্দেশখালি, সহ একাধিক দ্বিপ অঞ্চল থেকে নদীপথে রওনা দিচ্ছে দলীয় কর্মীরা। হিঙ্গলগঞ্জের লেবুখালি থেকে নদীপথে রওনা বাসে করে ধর্মতলায় যাচ্ছে কর্মীরা ।