দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ করে হিলি ব্লকের হিলি বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের দুই প্রান্তে ত্রিমোহিনী থেকে পতিরাম রোড পর্যন্ত বালুপাড়া রামকৃষ্ণপুর থেকে পানজুল রোডের দু’পাশে বর্ষাকালে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েছে পার্থেনিয়ামের বিষাক্ত গাছ। বুধবার সকাল থেকেই হিলি বালুরঘাট জাতীয় সড়কের ত্রিমোহিনী ব্রিজের পূর্ব দুই প্রান্তে গ্রামীণ সম্পদ কর্মীরা (ভি আর পি) এই পার্থেনিয়াম বিষাক্ত গাছগুলি নিধনে হাত লাগান।

গ্রামীণ সম্পদ কর্মী সান্টু সরকারের নেতৃত্বে তাদের নিজস্ব পোশাকে পার্থেনিয়াম গাছগুলি ধ্বংস করার কাজে জোর কদমে হাত লাগান নিত্য সাহা, অনিল মোহন্ত, অমিত মন্ডল, বিশ্বনাথ ঘোষ সহ পাঁচজন ভি আই পি কর্মী এই কাজে হাত লাগান। জানা গেছে যে, এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ বিশেষ করে বর্ষাকালে বেড়ে ওঠার কারণে এবং ফুল হওয়ার সঙ্গে সঙ্গে এলার্জি হাঁপানি শ্বাসকষ্ট এবং চর্ম রোগের সমস্যা প্রভৃতি এই গাছের সংস্পর্শে এবং গন্ধ ছড়িয়ে পড়ার কারণে মারাত্মক অসুখ এবং জ্বর আক্রমণ করে। এছাড়াও পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর-পাঞ্জুল রাস্তার দু’ধারে ক্ষতিকারক পার্থেনিয়াম ধ্বংস নামলো পঞ্চায়েতের ভিআরপি কর্মী ও ভিসিটি কর্মীরা। মূলত সুদীপ্ত চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি গৃহীত হয়।
হিলি ব্লক প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হিলি বালুরঘাট রুটের পথ চলতি সাধারণ মানুষসহ রামকৃষ্ণপুর, বালুপাড়া, পাঞ্জুল, ধলপাড়া, লস্করপুর, কিসমতদাপট লালপুর এবং চাকদাপট এলাকার বাসিন্দারা।