সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায়।
আবারো বিজেপিতে ভাঙ্গন এবারে কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।

তাপস রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে এদিন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতদিন জনগনের উন্নয়নে কাজ করতে পারেন নি. জনগনের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূলে যোগদান বলে জানান তিনি।
সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন , তাপস রায় সহ আরো বেশ কয়েকজন এদিন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করলেন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই যোগদানের ফলে দল অনেকাংশে লাভবান হবে বলে জানান তিনি।