
ভারতের প্রথম ডিজিটাল নোমাদ গ্রাম: সিকিমের ইয়াকতেনে পাহাড়ে বসেই অফিসের সুযোগ . শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশে বসে কাজ করার স্বপ্ন এবার সত্যি হচ্ছে সিকিমে। প্যাকইউং জেলার ইয়াকতেন গ্রামকে ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম ডিজিটাল নোমাদ গ্রাম হিসেবে। এই উদ্যোগে প্রতিটি হোমস্টেতে থাকবে হাইস্পিড ইন্টারনেট ও ওয়াইফাই সুবিধা, যা ডিজিটাল পেশাজীবীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

স্থানীয় বিধায়ক পামিন লেপচার হাত ধরে সম্প্রতি এই প্রকল্পের উদ্বোধন হয়। জেলা শাসক রমেশ আগারওয়াল জানান, পর্যটকদের জন্য এখন থেকে ইয়াকতেন হবে কাজ ও প্রকৃতির সেরা মিলনস্থল। পাহাড়ঘেরা নির্জন এই গ্রাম এতদিন পর্যটনের ওপর নির্ভর করলেও এবার প্রযুক্তি ও পর্যটনের মেলবন্ধনে তৈরি হল এক নতুন পরিচয়। ঘোষণা হতেই পর্যটকদের আগ্রহ বেড়েছে বহুগুণ। অনেকেই আগাম বুকিং করছেন ‘ওয়ার্ক ফ্রম মাউন্টেন’-এর অভিজ্ঞতা নিতে। শিলিগুড়ি থেকে সহজ যাতায়াত, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য আর দ্রুতগতির ইন্টারনেট — সব মিলিয়ে ইয়াকতেন এখন ডিজিটাল নোমাদদের স্বপ্নের ঠিকানা